হলিউড নির্মাতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনার মারা গেছেন। গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রখ্যাত এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিএনএন, ভ্যারাইটি, টিএমজেড, এপিসহ একাধিক গণমাধ্যম। পরে তাদের পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে, যদিও এখনও পুলিশ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এপি জানায়, বাংলাদেশ সময় সোমবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়– রব রেইনারের মালিকানাধীন একটি বাড়িতে দুজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে টিএমজেড নিশ্চিত করে, নিহতরা হলেন রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনার।
রব রেইনার ও তাঁর স্ত্রীর আকস্মিক মৃত্যুতে হলিউডে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। পরিচালক পল ফেইগ লিখেছেন, ‘রব আমার অন্যতম নায়ক। তাঁকে বন্ধু বলতে পারাটা ছিল আমার জীবনের বড় সৌভাগ্য।’
অভিনেতা পল ওয়াল্টার হাউজার বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় পরিচালকের মৃত্যু আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। “আ ফিউ গুড মেন” দেখেই আমি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলাম।’
অভিনেতা জশ গ্যাড লেখেন, ‘রব ও মিশেল ছিলেন অসাধারণ মানবিক মানুষ। রব সব সময় দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।’
অভিনেত্রী ভার্জিনিয়া ম্যাডসেনের ভাষায়, ‘রব, আমাদের জীবনে এত আনন্দ এনে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
রব রেইনার ছিলেন কিংবদন্তি অভিনেতা ও কমেডিয়ান কার্ল রেইনারের ছেলে। কার্ল রেইনার ২০২০ সালে মারা যান। ১৯৭০-এর দশকে সিবিএসের জনপ্রিয় সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে মাইক ‘মিটহেড’ স্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রেইনার। সিরিজটির ২০৫টি পর্বে অভিনয়ের সময়েই তিনি ধীরে ধীরে পরিচালনার প্রতি ঝুঁকে পড়েন।
পরবর্তী সময়ে রব রেইনার নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর পরিচালনায় নির্মিত ‘স্ট্যান্ড বাই মি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ আজও দর্শকপ্রিয়। পাশাপাশি ‘আ ফিউ গুড মেন’ ও ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’-এর মতো সমালোচক– প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমাও রয়েছে তাঁর ঝুলিতে। ‘আ ফিউ গুড মেন’ ছবির জন্য তিনি অস্কার মনোনয়নও পেয়েছিলেন।

