গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ মোশারফ হোসেন নামে শরীয়তপুর সড়ক বিভাগের পিওনকে আটক করেছে পুলিশ। এসময় তাকে বহনকারী একটি প্রাইভেট কার ও কারের চালককে আটক করা হয়। নিয়মিত চেকপোস্ট চলাকালে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শহরের পুলিশ লাইনস মোড় থেকে তাদের আটক করা হয়।
গতকাল রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটককৃতরা হলেন- শরীয়তপুর সড়ক বিভাগের পিওন এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু গ্রামের মৃত কালু মোল্যার ছেলে মোশারফ হোসেন (৬০) ও প্রাইভেট কার চালক শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত সোহরাব ব্যাপারীর ছেলে মো. মনির হোসেন (৪০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনস মোড়ে নিয়মিত চেকপোস্ট চলাকালে বুধবার বিকেল ৪টার দিকে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এসময় প্রাইভেট কারের ভেতরে থাকা একটি ব্যাগের মধ্যে ২টি খামে ১০ লাখ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে প্রাইভেট কারের আরোহী ও শরীয়তপুর সড়ক বিভাগের পিওন মোশারফ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি এ টাকা গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে (সরকারি কর্মকর্তা) দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের এতে সন্দেহ হয়। তারা প্রাইভেট কার ও টাকা জব্দ করেন। পরে পিওন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে গোপালগঞ্জ সড়ক সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলামকে একাধিক বার কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি।

